পার্কের বেঞ্চে কত ভালোবাসা আঁকা
কবিতায় ছড়ানো কত–না ভালোবাসা,
তবু জীবনটা কেন আজ ফাঁকা?
ভাষণে কেতনে পড়ে গণতন্ত্র-বৃষ্টি
সকলে ছড়ায় বুক সেই বৃষ্টি পেতে–
সব জীবন হয়নি কেন সিক্ত মিষ্টি?
মনীষীদের বচন লেখা স্কুলের দেয়ালে
বদলে দিতেই পারে জীবনের দৃষ্টি,
বেচাকেনা তবু কেন চলে আবডালে?
সততাই সর্বোত্তম নীতি লেখা প্রতিষ্ঠানে
বদলে দিতে পারত সকল পরিকাঠামো–
তবু দেশ দুর্নীতিতে কেন ৯৩ নম্বর স্থানে?
স্বাধীন হয়েছি, স্বাধীনতা দিবস পালন
করেছি পতাকা উত্তোলনে ভাষণে ভাষণে
ক্ষুধার্ত দেখবে কেন ঝুলন্ত বাগান ব্যাবিলনে?