গোলাপ কলি

গোলাপ কলি
গোলাপ বাগে গোলাপ কলি
নিহিত অশেষ সম্ভাবনা,
ফোটার আগে নষ্ট করলে-
আরজিকরের দুর্ঘটনা।

নষ্ট করল গোলাপ কলি
প্রস্ফুটনের আগেই যারা,
তাদের সম্ভাবনার পায়ে
মারছে কুড়ুল যেন তারা।

চোটের ফলে খোঁড়ায় তারা
সবাই তাদের ছোঁড়ে থুতু,
কয়েদখানা আদর করে
রাখছে সেথায় অগ্নিকেতু।

গোলাপ কলি ফুটল না গো
পাপড়ি মেলা হল না তার,
সম্ভাবনার হত্যাকারীর
গর্দান ধরুক সুবিচার।

ভবিষ্যতের গোলাপ ফুল
আলো করে থাক বাগিচায়,
মিষ্টি সুবাসে বাহারি রূপে
মত্ত বায়ু বইবে সেথায়।

আর জঙ্গলে যাব না

আর জঙ্গলে যাব না

এমন জঘন্য ঘৃণ্য নৃশংসতা দেখে
ভেবেছিলাম জঙ্গলে যাব,
এ-নগর ছেড়ে বহু দূরে-
যেখানে এমন মানুষের বেশে শয়তান থাকবে না।

ভেবেছিলাম এ-নগরের পথেঘাটে
নির্ভয়ে হেঁটে বেড়াব,
এত কপটতার দূষণে হাঁটা হল কই?
তাই জঙ্গলে যাব-
সেখানে এমন কপটতা থাকবে না।

এখানে নিঃস্বার্থ সেবার আড়ালে
হিংস্র দুর্নীতি মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে-
জঙ্গলে গেলে এসব দেখতে হবে না,
পশুরাতো মুখোশ পরে না।

এই নগরের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ
যা ঘটে চলেছে অলিতে গলিতে রাজপথে-
খুলে দিয়েছে আমার চোখ।
দেখছি তাই মানবিক মুখ- মুখোশ নয়,
সত্যের আলোর পথ- সত্যের বেচা-কেনা নয়।
দেখছি এখানে তিলোত্তমাদের শক্তি কত,
নাগরিকদের মাথাগুলো শক্ত করে ধরেই রেখেছে শিরদাঁড়া- বিক্রি হয়নি।

তাই ভাবছি আর জঙ্গলে যাব না,
বাকি জীবনটা এই বাংলায় কাটিয়ে দেব।