বুনো বুনো গন্ধ মেখে
হাতছানি দেয় রাস্তা,
ডাকছে জোরে সাগরবেলা
আদিম তারই বার্তা।
খেজুরিতে বেলাভূমির
মৌলিকতা আস্ত,
সাগর ভাঙে ঢেউয়ের পাহাড়
বেলাভূমি ব্যস্ত।
সমুদ্রটা তটের সঙ্গে
ভাব বিনিময় করে,
অন্তরঙ্গ তারা কত
চোখে ধরা পড়ে।
মাঝখানেতে পর্দা টানে
ঘন ঝাউয়ের সারি,
সাগরের রাশ দেখে লাগে
একটু বেশি ভারি।
ঝাউ গাছেদের ডাল কাটা নেই
সবুজ পাতায় ভরা,
এই সৈকতে পা রাখলে যে
মিটবে মনের খরা।