কত-না তাদের উড়তে দেখেছি
আকাশেতে মেলে ডানা,
কিশোর চিলের দৃষ্টি দেখত
তাদের মোহন মুনশিয়ানা।
দৃষ্টির যত বাড়ল বয়েস
সময়ের কাঁধে চেপে,
আকাশ কাঁদে তারা নেই আজ
কোথা গেল চুপেচুপে?
শুনি তাই আজ রোদের বিলাপ
বাতাসেতে কি হা-হুতাশ!
কোন দেশেতে গেল তারা
করছি শুধু তত্ত্বতালাশ।
দিনরাত শুধু আঁধার ঝরা
আজ দেশছাড়া তাই কি তারা?
তুমি এলেই ঝরবে বৃষ্টি
বাজবে আবার সেই একতারা।
আবার তখন বৃক্ষ পাতারা
গাইবে যে গান মনের সুখে,
আকাশেতে তুমি মানবিক বোধ,
উড়বে আবার ঊর্ধ্বমুখে।