শখের চিমনি ধোঁয়া ছাড়ে
চাকা যে উড়োয় ধুলো,
অসভ্যতা বিদায় দিতেই
দিচ্ছে বাতাস কুলোর।
গড়ানো চাকা উঁচু চিমনি
দেয় ছড়িয়ে সভ্যতা,
ধোঁয়া-ধুলোর তিলক পরে
মানুষ ভাবে যোগ্যতা।
শ্রেষ্ঠ প্রাণীর যোগ্যতাতেই
অবাসযোগ্য এই ভুবন,
বাসযোগ্য করার উদ্দেশ্যে
চাঁদে চলে কত অভিযান।
তালুবন্দি ভবের ভাবনা
হারিয়ে গেছে কংক্রিট বনে,
সভ্যতা এগোয় চক্র বাসে-
ভব্যতা পিছোয় সংগোপনে।
সভ্যতা ভব্যতার সখ্যতা হোক
আগামীদিন তাকিয়ে থাক,
চক্র বাসে দুজন চাপুক
উধাও হোক ধরার দুর্বিপাক।