রং লাগানো শিল্পকলা

রং লাগানো শিল্পকলা
আসল ছবি হারিয়ে যায়
রং লাগানো তুলির টানে,
চারদিকেতে নকল ছবি
বিভ্রান্তি হরেক ক্ষণে।

তাইতো মনে যুদ্ধ চলে
চোট পাওয়া শরীর তার-
প্রতিদিনেই রক্ত ঝরে
দেখে মুখোশ মানবতার।

রং লাগানো শিল্পকলা
বাড়ছে তার উন্নয়ন,
আসল আজ মুখ দেখাতে
লজ্জা বুঝি পায় ভীষণ।

সেই লজ্জা কাটাতে আজ
ডুবটা দেব মন-সাগরে,
নৈতিকতার অস্ত্র এনে
হানা দেবই রুদ্ধ দ্বারে।

দরজা ভেঙে রং-ভবন
অস্ত্রাঘাতে করব নাশ,
ফুল-বাগানে ফুটবে ফুল
আগাছা সব হবেই লাশ।

এনো ন্যায়ের দণ্ড

এনো ন্যায়ের দণ্ড

প্রহর আমার পাথর বুকে
মাথা ঠুকে মরছে,
আগমনের প্রত্যাশাটা
মাথায় শুধু ঘুরছে।
তুমি আসবে পায়চারি তাই
দৃষ্টি পথে থাকবে,
কানটা সজাগ সারাদিনভর
কখন তুমি ডাকবে।
পথে পথে প্রতিবাদী
অপেক্ষাতে তোমার,
চোখদুটি চায় দেখতে তোমার
চোখ ধাঁধানো গ্ল্যামার।
তোমায় সম্মান জানাতে যে
বরণডালা রেডি,
প্রসাধনে এত সময়
কখন ভাঙবে গণ্ডি?
গণ্ডি ভেঙে সুসজ্জিতা
এনো ন্যায়ের দণ্ড,
সুবিচার পাক তিলোত্তমা
শাস্তি পাক-না ভণ্ড।

প্রেমের দেবতা

প্রেমের দেবতা
প্রেমের দেবতা সম্পদ নিয়ে
এসো বাংলার এই বুকে,
উজাড় করেই ঢেলে দাও সব
একটু না হয় বাঁচি সুখে।

যত নদী আছে বাংলার বুকে
দূষিত হয়েছে মনেপ্রাণে,
শুষে নাও বিষ ভরো প্রেম-বারি
নতুন মনের নির্মাণে।

নাগরিক দোষ মুছে দাও তুমি
প্রেমের রবার নিয়ে হাতে,
মানবিক গুণ ঢেলে দাও হৃদে
সুবাস ছড়াক দিনে রাতে।

নগরায়ণের যত বিষ আছে
শুষে নিয়ে দাও প্রেম ভরে,
ফুসফুসে থাক বিশুদ্ধ প্রেম
বেঁচে থাকা সুখ ঘরে ঘরে।

বিবেকানন্দ রবীন্দ্রনাথ
নদের চাঁদের এই দেশ-
প্লাবিত হোক না তোমার আশিসে
ধুয়ে যাক সব বিদ্বেষ।

তিলোত্তমা পাক সুবিচার

তিলোত্তমা পাক সুবিচার
তিলোত্তমার চোখের জলে
এত আগুনের তেজ ছিল-
দোষীদের প্রাণ উঠল কেঁপে ভয়েতে,
কত মিথ্যা, দোষারোপ, কুম্ভীরাশ্রু, অসংলগ্ন কথাবার্তা… ক্যামেরাবন্দি।
এত তেজ ছিল তার অশ্রুজলে
প্রতিবাদ তাই রাস্তায় রাস্তায়
বৃষ্টি-রোদ-সময় উপেক্ষা করে… ফ্রেমবন্দি।
সব জনপদ প্রতিবাদে একসাথে,
প্রতিবাদের ভাষা এক বিচার চাই…
ক্যানভাসে ছবি হল আঁকা।
সব পড়ুয়া নামল পথে
সত্যান্বেষণ ছুটছে রথে-
এদিক সেদিক রাজপথ থেকে গলিপথে।
গতিপ্রকৃতি দেখেই লাগে
কেন্দ্রবিন্দু নেই আর কেন্দ্রে।
সবার গলায় এক ভাষা বিচার চাই,
কারোর আবার ঘোলা জলে মাছ ধরা।
ধরুক-না মাছ ক্ষতি নেই-
শুধু প্রাণহানি রক্তক্ষয় ধর্ষণ যেন না হয়।
অন্তরাত্মা চিৎকার করে- বিচার চাই সত্বর।
তিলোত্তমা পাক সুবিচার

নতুন পথ ডাকছে

নতুন পথ ডাকছে
এই পথে যে অন্ধকার
ভোঁতা দৃষ্টি ছুরি,
যায় না কাটা এ-ঘন বন
আলো গেছে চুরি।

যে-রাস্তায় আলোর ছটা
ডাকে আদর করে,
পাদুটি যাক সে-রাস্তায়
লক্ষ্য নেই দূরে।

হরেক মোড়ে বিপদ থাক
নিষ্ঠা তবু বুকে,
কুঁকড়ে যাবে ভয়েই তারা
ল্যাঠা যাবেই চুকে।

নতুন পথ ডাকছে ওই
রবির বাতি জ্বেলে,
নতুন রবি আশার আলো
পথেতে দেয় ঢেলে।

পথের আলো টানবে স্নেহে
সফলতার পানে,
জীবন হাঁটে সঠিক পথে
শুভ মন্ত্র কানে।

শব্দপ্রয়োগ

শব্দপ্রয়োগ

বুকে জমা কথা বলে
হালকা করে শব্দ,
প্রতিবাদের শব্দে আবার
সব শাসক কি জব্দ?

প্রেমের রাগের সুখের প্রকাশ-
শব্দ দরকার জানি,
দুঃখের কথা না বললে যে
মনের কষ্ট মানি।

রাজসভাতে নিস্তব্ধতায়
কুরুবংশের ধ্বংস,
অহংকারী মুখের ভাষায়
ধ্বংস হল কংস।

শব্দপ্রয়োগ সঠিক হলে
মন ছুঁয়ে যায় ভাষা,
উদ্দীপনা জীবন ভরে
জাগিয়ে রাখে আশা।

আশা জাগলে জীবন বাঁচে
বিবেক জাগলে মানব,
শব্দপ্রয়োগ বেঠিক হলে
জেগে ওঠে দানব।

অনুরোধ রেখো

অনুরোধ রেখো
সোনা রোদ্দুর অম্বর থেকে
মূল্যবোধটা একটু এনো,
তার অভাবেই অসার আচার
সারা দিনরাত মারছি ধেনো।

রুপোলি জোছনা চাঁদ থেকে এনো
শিশু কপালের সুশ্রী টিপ-
কপালে পরলে আমার ভেতরে
ঢোকে যেন এক শিশুর চিপ।

ওগো কালো মেঘ এনো ধারাপাত
মুছে যাবে যত কলুষ মনে,
মনের পশুটা ফিরে যাবে জানি
নিজের আবাসে গভীর বনে।

তারারা এবার পাহারায় বোসো
জেগে থাক শুধু প্রহরী আঁখি,
অশুভ শত্রু ঢুকতে না পায়
প্রেম-প্রীতি মনে বাঁধুক রাখি।

তোমরা আমার অনুরোধ রেখো
কালিমা যাক-না অন্য গ্রহে,
এই পৃথিবীতে ফিরে আসি যেন
বারে বারে তার প্রেমের মোহে।

সে-ঝড়

সে-ঝড়
৯ ই আগস্ট রাতে এক নৃশংস ঘটনা ঘটে এই শহরে,
প্রাণ-রক্ষা-করা হাসপাতালের হাত ধর্ষণ-খুনের রক্তে রাঙা।
তা দেখে সে-রাতে মানবতা-নৈতিকতা চোখে ফেট্টি বেঁধেছিল?
রাতের আঁধার আর বাতাস কি কেঁদেছিল?
জানি কেঁদেছিল সেই নির্যাতিতা,
কেঁদেছিল তার পরিবার।
স্তম্ভিত মহানগরী হারিয়েছিল ভাষা।
জানি সারা শহর নেমেছে পথে
তুমুল ঝড়ের সঙ্গী হতে,
সে-ঝড় এনেছে হরেক স্তরে প্রতিবাদ,
সে-ঝড় বুঝিয়ে দিয়েছে নারীরা কী কী পারে!
সে-ঝড় চিনিয়ে দিয়েছে কার চোখে সত্যিকারের জল, কার চোখে কুম্ভীরাশ্রু-
চিনিয়ে দিয়েছে কারা ঝড়ে ভয় পায়
কারা আছে নির্যাতিতার পাশে,
কারা ঝড়ে পড়া আম কুড়োয়!
আমার প্রার্থনা নির্যাতিতা সুবিচার পাক
মানবতা নৈতিকতা চোখের ফেট্টি খুলুক,
এ-শহর আবার সুন্দর হোক।

ভুলের দেয়াল

ভুলের দেয়াল

কাজের ডাকটা আসে যখন
সাড়া দেওয়াই কাজ,
হোক-না ভ্রান্তি প্রথম প্রথম
খুব স্বাভাবিক লাজ।

লজ্জা রঙে রঞ্জিত যে
কাজের প্রথম ধাপ,
প্রশিক্ষণে রং খোয়া যায়
চেনায় নিজের মাপ।

ধাপে ধাপে শেখার পাল্লা
বাড়ায় যখন ভার,
কাজের দখল আসে ধীরে
বিশ্বাস খোলে দ্বার।

আত্মবিশ্বাস বাইরে বেরোয়
ভুলের মাত্রা কম,
বিশ্লেষণে ভুলটা শেখায়
বক্ষ বাড়ায় দম।

বর্ধিত দম বুকের মাঝে
ঠিক পদক্ষেপ ধীর,
ভুলের দেয়াল টপকালে যে
সফলতার ক্ষীর।

উড়ছে অরাজক প্রহর

উড়ছে অরাজক প্রহর
আকাশে বাতাসে অস্থিরতা
উড়ছে অরাজক প্রহর,
অনুশাসন হারিয়ে গেছে
ফুঁসছে গ্রাম ফুঁসছে শহর।

ছাঁকার পরে মিথ্যে-ময়লা
অবশেষরূপে পড়ে থাকে,
সত্যবাদিতার মিহি দানা
মিশে গেছে নর্দমার পাঁকে।

বংশ বিস্তারে স্বার্থপরতা
আগাছাকে হারিয়ে দিয়েছে,
মনের উঠোনে সমব্যথা
বেদম হয়ে মরে গিয়েছে।

মুখ-মুখোশে যায় না চেনা
সত্য গোপন দারুণ কলা,
ভরসার হাতে মিথ্যা-ধুলো
চোরের মায়ের বড় গলা।

নির্বাসিত মনের বিশ্বাস
ফিরিয়ে এনেই প্রতিবাদ-
খুলতে পারে সত্যের দুর্গ
দিতেই পারে মুক্তির স্বাদ।