ফুটবল

ফুটবল

তোর ফুটবলটা ছোট্ট

যায় না খেলা ভালো,

আমারটা তো আদর করে

বড় পিসি দিল।

দেখ না চেয়ে কতো বড়

আমার রঙিন বল,

তোর টা তে রঙ নেই

যেন মোষের মল।

আয় না তবে খেলি আয়

ভালো বলটি নিয়ে,

সবাই মিলে মজা করি

খেলবো মন দিয়ে।

শুনেই বিলু পগার পার

ছুট্টে গেলো বাড়ি,

পিকু বলে না খেললে

করবে  বল আড়ি।

ফুটবল তো খেলার জন্য

খেলাতে হয় খুশি,

না খেললে করে আড়ি,

ক্ষুন্ন হবেই পিসি।

এই না শুনে বাবু সোনা

বলটি নিয়ে এলো,

সবাই মিলে বল খেলে

আড়ি সাঙ্গ হোল।

মাছি মারতে

মাসি ব্যস্ত মাছি মারতে

ঝাড়ু হাতে নিয়ে ,

সঙ্গে আছে ভাগ্নে রমন

চপ্পল হাতে নিয়ে I

দুইটি মাছি বড্ড জ্বালায়

এদিক সেদিক ভাগে ,

বারে বারে ঝাড়ু পেটায়

মাসি বড়ই রেগে I

অবশেষে মাসির ঝাঁটায়

একটি হোল কাবু,

কাবু হয়েও উড়ে বেড়ায়

কাবু মাছি বাবু I

তারপরেতে চপ্পল মারা

কাবু মাছি মরে ,

ভাগ্নে রমন বেজায় খুশি

নেচে নিলো ঘরে I

তাহা দেখি আরেক মাছি

হলো পগার পার ,

জয়ের হাসি ভাগ্নের মুখে

মাসির অহঙ্কার I