লোভের বশে এলে মানুষ সততা ভুলে যায়, বাছ বিচার ভুলেই গিয়ে অপকর্মে সায়। চুরিচামারি পুকুর চুরি যেন হাতের মোয়া, ধরা পড়লে জেলের ঘানি মানটা যায় খোয়া। লোভী মানুষ যেন ফানুস গগন মাঝে ওড়ে, ধরা পড়লে নিম্নগামী মর্তে এসে পড়ে।
আসল শিক্ষা হচ্ছে লয় গো চেতনাতো আজি সুপ্ত, শিক্ষা এখন নির্বাসিত মানবতা আজি গুপ্ত। ভালো মন্দের বিচার ভুলে নিজের স্বার্থ রাখি বাজি, শিক্ষা মনের প্রসার ঘটায় বিদ্যা তবু পণ্য আজি।
রাগ করেছে কাব্য আজি সহজেতে হয় না রাজি। কলম দিয়ে শব্দ গুলি লিখতে গিয়ে সবই ভুলি। অনুরাগের ছোঁয়া পেলে রাগটি ভুলে আসবে চলে। আবার রাগে অনুরাগে কাব্য প্রীতির আবেশ জাগে, তাই তো আবার শুরু লেখা, লেখার মাঝে কতই শেখা।
লোভের হাওয়া যাদের লাগে মন্দ কাজে লিপ্ত হবে, দিনের শেষে লোভের ফলে কুফল আসে বাজে বাজে। লোভে কখনো হয়না ভালো ওজন বাড়ে পাপের বোঝার, করতে গেলে লোভের বিনাশ বসতে হবে মনের সাথে।