বন্ধুরতার দেখা পেলাম পথে
মসৃণতা আসার শুধু বাকি,
থেমে গেলে বাতাস মুচকি হাসে
ক্লান্তি বলে কেন নিচ্ছ ঝুঁকি।
একটু গেলেই মসৃণতার মজা
চলার রসদ সেথায় রাখা আছে,
স্বাদটা পেলে উৎসাহ যায় বেড়ে
উদাস বাউল মনটা তখন নাচে।
পথের মাঝে রাতের আঁধার দেখে
ভয়টা যখন শূন্যে ছড়ায় শাখা,
সামনে যাওয়া বন্ধ করলে ভুলি
প্রভাত আলোর সাজি সামনে রাখা।
খর রোদে কষ্ট যখন বাড়ে
বুঝি সামনে বারিদ আকাশ বুকে,
না এগোলে বনি মস্ত বোকা
পথ চলাটা হয় নাগো আর সুখে।
তাই এখন আর ভবি নাগো বেশি
আসুক দুঃখ ফোটাক কাঁটা পায়ে,
ভোরের আলো ছড়ায় পথে কুসুম
আরাম দিতে পায়ের পাতার ঘায়ে।