এই শৃঙ্খল প্রকৃত অর্থে বাঁধেই না
দেয় খোঁজ এক অদৃশ্য মুক্তির-
যে-মুক্তি গচ্ছিত রাখে বিশেষ ঠিকানা
মেনে চলে যেন বয়ান চুক্তির।
চুক্তিটা বানানো নিজের সঙ্গে নিজের,
থাকে না ঝোলানো কারোর নির্দেশ।
মুক্তির আকাশ থেকে যায় তারা পাড়া
সোজা শিরদাঁড়া, নেই ছদ্মবেশ।
লুকিয়ে রাখার নেই কোন প্রয়োজন
অনায়াসে ঠিক পথ আসে চলে,
দুর্নীতির অবসর গড়ে সুন্দর সমাজ-
যা মানবতার কথা শুধু বলে।
চেতনার আংটা দিয়ে তৈরি এ-শৃঙ্খল
বেঁধে দিক অঙ্গপ্রত্যঙ্গ সকল,
আচারবিচার কাজ মেনেই চলুক
এক সুস্থ জীবনের প্রোটোকল।