সময় এখন মডার্ণ অনেক
মডার্ণ জীবনযাপন,
পলক ফেলতে খাদ্য ঘরে-
অতি দ্রুত ভ্রমণ।
পলক ফেলতে বাজারহাট তাই
ড্রয়িং রুমটা হাসে,
ওষুধ দোকান ওষুধ নিয়ে
নিমেষে যে আসে।
পায়ের নেশা হোক না বন্ধ
নাই বা হল হাঁটা,
কলিংবেলে ডেলিভারি
বয় দেয় শুধু চাঁটা।
আবার যাদের পান্তা ফুরোয়
লবণ আনতে আনতে,
মডার্ণ সময় পায় না সময়
তাদের কথা ভাবতে।
মডার্ণ সময় মানুষ বাছে
দেখে না লাল রক্ত,
প্রান্তিক জীবন কেঁদে মরে
সময় তাদের তিক্ত।