সম্পর্কের অর্থ বুঝতে গিয়ে
অর্থের সঙ্গে সর্ম্পক পাতালে,
তাই আমি ভয় পাই আজ
কেউ আমায় ভালোবাসলে।
চেয়েছিলাম তোমার সঙ্গে
বৃক্ষ–মাটির সম্পর্ক–
লেনদেনহীন গভীরতা,
দেখলাম তুমি শুধুই কষলে অঙ্ক।
চেয়েছিলাম তোমার সঙ্গে
সম্পর্ক সমতল–নদীর
সবুজ হল না দুই পাড়
স্বার্থের জলে ভাসালে দুই তীর।
অঙ্ক কষায় হবে যে আজ কাঁচা
শর্ত স্বার্থ ছলনা নেই যার–
তাকেই খুঁজছি সারাদিনরাত,
সে হবে আমার প্রেমের অংশীদার।