আমি যখন ভালো ছিলাম তোমার চোখে
তুমি যখন ভালো ছিলে আমার চোখে,
উষ্ণ আশ্লেস ফুটিয়ে দিত হৃদয় কলি,
পদ্মের সুবাস ভরাত যে মনের অলিগলি।
তখন একটু ভরসা দিলে
বুকটা যেন উঠত ফুলে,
সাহস নিয়ে ব্রহ্মপুত্র সাঁতার দিয়ে পেরিয়ে যেতাম,
তোমার জন্য মন্দির থেকে পুষ্প এনে দিতাম।
নদীর জলে সময় কখন গেল ভেসে-
কী এক ইঙ্গিত দিয়ে গেল হেসে,
কালের হাওয়ায় কাঁপছে প্রদীপ শিখা-
সম্পর্ক আজ গৌণ হল মুখ্য আকাঙ্ক্ষা।
এবার বুঝি আঁধারের হাত ধরছে চেপে গলা,
তোমার দৃষ্টি নির্বিকার আমার অবহেলা।
তাই হৃদয় পদ্ম শুকিয়ে হল ম্লান-
শুকনো মুখে দন্ডায়মান স্মৃতির বিষণ্ণ দালান।