তুই কি আমার বন্ধু হবি?
সিন্দুকে যা আছে আমার
তোকে যে সব দিতেই পারি।
সব আছে নেই অর্থ সম্পদ,
তবুও কি তুই বন্ধু হবি?
তবে গর্ব করে বলতে পারি-
আছে সুখ নামের মুহূর্ত
দুঃখ নামের শিক্ষা,
ইচ্ছে নামক ডানা
কল্পনা নামের পাখি,
স্বপ্নময় নক্ষত্রপুঞ্জ
ভালোবাসা নামক আকাশ,
আর মানবতা-চাষের জমি।
আয়-না তুই হাতটা ধর-
যা আছে সব ভাগ করে নিই
দুহাত ধরে যাই এগিয়ে
শিরদাঁড়াটা সোজা রেখে,
লক্ষ্যের দিকে চোখ রেখে।
দেখ-না বন্ধু পৃথিবীটা
আবার হবে সুন্দর।