কলেজ ছেড়েছি কবে
প্রিয় বন্ধুর ঠিকানা রয়েছে কাছে,
তবু তাকে খুঁজে পাচ্ছি না।
বাকি সব বন্ধুদেরও আমার মতই অবস্থা।
আন্তরিকতার অভাব আমার, সবার?
বন্ধুটি কি ইচ্ছে করে সামনে আসছে না, না অন্য কিছু?
বর্তমান পরিস্থিতির চাপে পড়ে
হয়তো লুকিয়ে কোথাও বসে আছে,
লজ্জা না ভয় পেয়েছে?
ভাবছি এই এল বুঝি বন্ধুর ফোন।
মাসের পর মাস চলে যাচ্ছে,
ফোন বাজলে দৌড়ে যাচ্ছি ফোন ধরতে-
দেখি অন্য কেউ।
তোমার জন্য আসন পেতে রেখেছি
অনেক প্রতীক্ষা করেছি,
এবার তো এসো তুমি ন্যায়।