ফোটা গোলাপে শিশিরের আদর দিঘির পাড়ে দখিনা বাতাসের নাচ, শিশুর হাসির প্রতিধ্বনি দেয়নি দোলা হৃদয়ে। সকলের সঙ্গে আনন্দ তখন ভাগ করে নিতে পারিনি আয়েশে। ছোট ছোট সুখের মুহূর্ত অবহেলা পেয়ে চলে গেছে দূরে হেঁটে হেঁটে। সুখের সৌরভ পাইনি মোটেই। জীবন নদীতে তখন বইত নোনাজল, কারণ নিজের সুখ চেয়েছি অপরকে চাইনি সুখী করতে।
জীবন নদীতে চাই বয়ে যাক মিঠাজল প্লাবন আসুক উর্বর করুক দুপাড়ের সমতল। সব ঋতুতেই সাজুক উপবন- স্বর্গের সুগন্ধি ফুল ফুটুক-না অনুক্ষণ। সুখের সৌরভ প্রবাহিত হোক দিকে দিকে।