বাছবিচার না করে শুধু
খারাপ কাজে দিয়েছি হাত,
আপন লাভে দোষ দেখিনি
অপরাধেও জীবনপাত।
অনেক ময়লায় মলিন
জীবন নেব ধুয়ে এবার,
সব দাগ তাতে মুছে যাবে
খুলে যাবে কি সুখের দ্বার?
দাগ মেটানো বিশেষ জল
খুঁজে চলেছি আজও আমি,
কেউ আমাকে ভালোবাসলে
পাই সে-জল ভীষণ দামি।
একগুঁয়ে দাগ ধুয়ে নেব
বাঁচতে চাই নতুন করে,
মন্দ কাজের দলিল ছিঁড়ে
থাকব সুখে প্রেমের গড়ে।
মলিন অতীত দেখে ভীত
কেউ আসে না প্রেম বিলাতে,
সুখের দ্বার বন্ধ এখনো
কাঁটা যেন আমার গলাতে।