দোষ আমাদের, দুর্গের দরজা
অরক্ষিত রেখেছি অনেকদিন।
সাদা বেশে সাধু সেজে
চতুর চোরেরা ফতুর করেছে,
মাথার ঘিলু সোনার খনি ছিনিয়ে নিয়েছে।
প্রথমে তাদের মন্ত্র পড়া শুনে
বুঝতে পারিনি সন্দেহের বীজ ছিল,
বাতাসে মিথ্যের ঘ্রাণ ছিল
চোখে ছিল মায়াকান্না।
আমরা হয়েছি মন্ত্রমুগ্ধ,
ঝাঁপ দিয়েছি মথের মতো
তাদের জ্বালা আগুনে।
সুযোগ বুঝে মাথার ঘিলু
তারা নিয়েছে হাতিয়ে।
একসময়ে মনটা ছিল সুনীল আকাশ
এখন ঢেকেছে অচেতন মেঘে,
চোখগুলো তাই দেখতে পায় না তারাদের,
দেখতে পায় না গোলকধাঁধার পথ।
তবুও এখনো আমাদের নাক
শুঁকতে সক্ষম আশার ভরতনাট্যম,
সকল বিশ্বাস জড়ো হলে
পোড়াতে পারে ভয়ের পুতুল।
সকল ছায়া হটবে তবে
চেতনা আবার উড়বে আকাশে।
সব চোরেরা হবেই দেশছাড়া।