এ-বাতাস শ্বাস রোধ করে
হতাশার কান্না বয়ে আনে,
বয়ে আনে দুঃখের দুর্গন্ধ,
সহস্র শোকের কলরব।
আত্মার গায়ে ছায়ার কালি
কষ্ট বাড়ায় মুষ্টির রোষ,
ভীরু আশা লড়তে পারে না
বাস্তবের কঠিন সংগ্রাম।
প্রতিটি নিঃশ্বাস যেন বোঝা,
বহন করা বড় কঠিন,
দুর্দশার রং এত ধূসর
ক্যানভাসটা হয় মলিন;
আনন্দ-হাসির উজ্জ্বলতা
সেখানে হয়েছে ক্ষীণ।
গভীর বেদনার গহ্বরে
আঁধারের লুকোনো প্রদীপ,
বুক চিরে অচিরে দেখাবে
বিষাদ-মুক্তির সেই পথ।
আশা শঙ্খ বাজাবে তখন
বাতাস নাচবে কথাকলি,
জাগবে আবার ইচ্ছাশক্তি
সুবাস ছড়াবে কুসুমকলি।