আগে যুক্তি সুন্দর ছিল
রেশমী সুতোর মতো,
জীবনটাতে প্রেম ও ছিল
স্রোতস্বিনীর মতো।
সেই সুতোতে পাকানো জট
খোলে না আর কেন,
যুক্তিতর্ক নুড়ি ছুঁড়ছে
দর্প-দুর্গে যেন।
প্রেমিক মনে যুক্তি তখন
কুয়োর স্বচ্ছ বারি,
আজ সেখানে ময়লা কাদা
অভিযোগের সারি।
আমার তোমার স্বপ্নের জীবন
এমনটা হোক চাই কি?
টোস্টের মাঝে প্রেমের মাখন
চাই না দিক আজ ফাঁকি।
তর্ক থামুক ঝড়টা থামুক
হোক সমুদ্র শান্ত,
জীবন জাহাজ যাক এগিয়ে
প্রেম হবে না ক্লান্ত।