মনের চোখে কী যে লেন্স
দেখে আঁধার খালি,
আত্মা যদি বন্দি হয়
পেন হারায় কালি।
তখন যেন বসুন্ধরা
কুরূপা চোখে লাগে,
দেবীর সাজে ত্রুটি খুঁজি
নেই দৃষ্টি বাগে।
মন্দ খুঁজে ছোবল মারা
দৃষ্টি যেন সাপ,
ভাঙা মুকুরে পৃথিবী দেখা
মনে বিকৃত ছাপ।
বিকৃত ভাব সবসময়
এগোতে দেয় বাধা,
ত্রুটি খুঁজেই দিনটা কাটে
পাই না খুঁজে সুধা।
বাঁচার সুধা মেলে যখন
সুন্দরতা দেখি,
প্রশংসার বচন শুনে
অপরে হয় সুখী।
অপর জনে সুখী হলেই
মন হর্ষে নাচে,
জীবনখানা তখন যেন
বাঁচার মতো বাঁচে।