শিরায় শিরায় বাঁচার ইচ্ছে
সারাদিন বয়ে যায়,
ইচ্ছে পূরণ সবার কি হয়
সবাই কি সুখ পায়?
শিরায় শিরায় বাঁচার ইচ্ছে
বলে কৃষকের পেশি,
তবু তারা কেন অনাহারে মরে
ফলিয়ে ফসল বেশি?
শিরায় শিরায় বাঁচার ইচ্ছে
পথে বাস করে যারা,
পেটের খিদেটা মেটাতে যে কেন
ডাস্টবিন খোঁজে তারা?
বাঁচার তাগিদে তৃতীয় লিঙ্গ
কেন গো সড়কে নামে,
কেন তারা বলো বাড়িছাড়া আজ
শহর হোক বা গ্রামে?
দুর্গম স্থানে সভ্যতা চাকা
ফেলেনি যেখানে ছাপ,
বাঁচার রসদ খুঁজে খুঁজে আনা
সেখানে প্রথম ধাপ।
অন্যায় পথে রসদ জোগাড়ে
যাদের নেইকো ভয়,
ভাঁড়ার পূর্ণ তবু কেন তারা
করে এত নয়ছয়?
নৈতিক ফারাক নির্ণয় করে
কে কেমন নেবে মজা,
জীবন কারোর শুষ্ক মরু
কারোর সরস তাজা।
বাঁচার মতন বাঁচতে যে চাই
মুহূর্ত-ঘোড়া চড়া,
লাগামটা হাতে জীবন থাকুক
ভরুক সুখের ঘড়া।
হাতে লাগাম বাঁচার ইচ্ছে
করাবে সঠিক কাজ,
ইচ্ছে পূরণ অনায়াস হবে
জীবন খুলবে ভাঁজ।