পাঁচিল গড়া বন্ধ রাখুক

পাঁচিল গড়া বন্ধ রাখুক
শৈশবে অনুশাসন আদর আবদার মেটানো,
ওখানে যাস না, ভয় দেখানো, ভুলিয়ে রাখা
গড়ে দেয় চারদিকে নানান পাঁচিল-
স্থায়ী তারা থেকে যায় অদৃশ্য আমৃত্যু।

চোখ আমরণ দেখে সেই দাঁড়ানো পাঁচিল-
ওপারে যাবার হয় না সাহস
জীবন দেখার চোখে বাঁধা যেন ফেট্টি-
এমনভাবেই গড়ে ওঠে বোধবুদ্ধি বিচার।

শৈশবে যাদের পাঁচিল ছিল না
তারা আলাদা একটু-
তারা যেন বেশি স্বাধীন অন্তরে,
ভাবনা চিন্তায় কাজেকর্মে বেশি মুক্ত।

শৈশবের লালন পালন হোক যত্ন সহকারে,
পাঁচিল গড়া বন্ধ রাখুক হিতৈষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *