অনেকদিনের ইচ্ছে ছিল
নির্ভেজাল মধু খাব।
কতবার গাছের মগডালে মৌচাক দেখে
থামিয়ে দিয়েছি পথচলা,
সাহস বেরোয়নি হৃদয় থেকে।
তবু জোর করে একবার
গাছে উঠলাম, অন্য ডাল গেল ভেঙে
মাটিতে পড়ে আঘাত পেল আমার শরীর।
নির্ভেজাল মধু খাওয়া হল না।
তবু জেদ ক্ষান্ত হল কই?
অনেক বছর পর মাথায় জেদ চাপল
আমার নাগালে মগডাল এল,
ভুলে গেলাম কখন মৌমাছির নাগালে এলাম-
সারা শরীর হুলবিদ্ধ হল
নির্ভেজাল মধু পেলাম না,
কাব্যের মধুর স্বাদ এল না নাগালে।
কাব্য লেখা হল কই?