আমার হর্ষ মনের আকাশে
বেড়াত যে উড়ে সুখে,
উড়ে গেল কোথা মেলে তার পাখা
পাই কই খুঁজে তাকে?
যখন উড়ত সোনালি ডানায়
সবাই দেখত চেয়ে,
সকল নয়নে নীরব ঈর্ষা
আসত ত্বরায় ছেয়ে।
এখন কোথায় লুকিয়ে রয়েছে
শঙ্কিত বড় বুঝি,
কোন জঙ্গলে কোন গাছে আছে
ঘুরে ঘুরে আজ খুঁজি।
এখন আমার পৃথিবী মঞ্চে
ছায়ারা দেয় যে হামা,
হাসিরা মলিন বস্ত্র পরেছে
সুখেরা ছিন্ন জামা।
সেখানে দুঃখ উন্নত শির
পড়ে না আশার আলো,
চেনা স্বপ্নেরা অচেনা বড়ই
মুখমণ্ডল কালো।
একসময়ের উজ্জ্বল রবি
ধূসর মেঘেতে ঢাকা,
বিষাদ পঙ্ক দেয় না ঘুরতে
হর্ষ গাড়ির চাকা।
হর্ষ এবার দেখাও শক্তি
হটাও ধূসর মেঘ,
আবার রবির কিরণে বাড়ুক
জীবনে সুখের বেগ।