সুস্বাদু ফল নিষ্ফল যদি
কেউ না ভক্ষণ করে,
প্রয়োগ যদি নাই বা হল
কী লাভ বুদ্ধি ধরে?
সার্থকতা পায় না খুঁজে
পাঠ না হলে পুস্তক,
নতুন কিছু হয় না শেখা
নিষ্কর্মা হয় মস্তক।
কাজে কাজে যে তাপ বেরোয়
তাতেই মাথার মঙ্গল,
ফুটে ওঠে জুঁই চামেলি
দেয় না হতে জঙ্গল।
কালি যদি যায় শুকিয়ে
কলম হারায় মূল্য,
যায় হেরে এক পরাক্রমী
বীর যেন তার তুল্য।
অর্থের গর্বের নত মাথা
বদ যদি হয় সন্তান,
আস্ফালনের আগ দেখিয়ে
ভাবো তুমি মস্তান?
মানবতা ঢুকলে বুকে
শিক্ষা হয় গো সফল,
প্রয়োগে সব সফলতা
জীবন হয় না বিফল।