ভোরের ভীরু আলোর তুলি
বুলিয়ে দিলে রঙিন ছবি–
হর্ষ-আগে ঢালে ত্বরিত
স্বর্গ থেকে আনানো হবি।
রজনি বুঝি মখমলের
চাদর- সরে প্রভাত এলে,
আমরা দেখি চিত্রকর–
রাঙায় নভ বর্ণ গুলে।
মেঘের গায়ে কমলা রঙে
রাঙানো সেই ক্যানভাসেতে,
স্বপ্নগুলো হাসছে যেন
পলাশ হয়ে মধুমাসেতে।
ঘুমের গুহা ছাড়ে পৃথ্বী
প্রতিশ্রুতি বাতাস আনে,
সৌন্দর্য আর আশারা
সুর দিয়েছে পাখির গানে।
ভোরের ভীরু আলোক গড়ে
নয়া দিনের আশার ভিত,
সেই পাথরে লেখাই আছে
জীবন গড়া সব গণিত।