ঘুম ভাঙানো স্ক্রিনের সঙ্গে
ডিজিট্যাল ভোর জাগে,
বোকা বোকা হরেক স্ক্রলেই
একেক পৃথিবী ভাগে।
এত যোগাযোগ তবু মনে
একাকীত্ব-মেঘ জমে,
ভিড়ের মাঝে অবলম্বন
হারাই যেন গো ক্রমে।
বিষয় থেকে বিষয়ে ছোটে
বিস্মিত বিহ্বল মন,
নকল স্বপ্নের ছোঁয়া পেতে
ভুলি আসল জীবন।
সে-ছোঁয়াতে গভীরতা নেই
নাড়ির টান যে লুপ্ত,
বাহ্য অঙ্গ সাজানো বড়ই
অন্তর ভীষণ ক্ষিপ্ত।
একটু থেমে মুহূর্ত চাখি
রোবট হব না আর,
ডিজিট্যাল মন খুঁজে নেবে
জীবনের নয়া দ্বার।