তোমার আগমনে

তোমার আগমনে
জীবনে তোমার আগমনে
ভালোবাসলাম হাসলাম,
হৃদয়ের রুক্ষ ভূমি সিক্ত সজল–
নিষ্ক্রিয় সক্রিয় হল।
কদম ফুল ফুটল উপবনে
সমীর সানন্দে আনে মিঠা মিঠা বাস
সকল ইন্দ্রিয় যেন হয় সচকিত;
প্রিয়দর্শিনী উর্বশী কাড়ে আমার চোখের দৃষ্টি
তার কেশদামের হিল্লোলে সুবাস ছড়ায়,
শাড়ির স্পর্শে পেলাম সহস্র বিদ্যুৎ।
অনুভূতি মানে না শাসন–
তাই দেখে মৎস্যকন্যা বেলাভূমিতে,
অথবা আন্দামানের হিংসাহীন জারোয়া রমণী।
অকবি কবি হল, মরু আজ মরমি ধরণি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *