এ-সভ্যতা করেছে সৃজন অবক্ষয়ের সাগর–
ভেসে আছি আমি এক আঁধারের দ্বীপ।
দেহ আছে মন আছে নেই অনুভূতি
নেই কোনো যোগাযোগ অন্যান্য দ্বীপের সাথে,
ওয়াইফাই করছে কই কাজ?
আঁধারের দলিল হৃদয়ে করেছে পাহাড় সৃষ্টি ।
চেয়েছিলাম নীল আকাশে
গড়ে তুলব নক্ষত্রপুঞ্জ–
জ্বালিয়ে মনের একেকটি দীপ;
ভেঙে ফেলব পাহাড় একটু একটু করে।
তারপর একদিন জ্বেলে দেব সব অনুভূতি-তারা,
আলোকিত হবে দ্বীপ
ওয়াইফাই উঠবে জেগেই।
যোগাযোগ স্থাপনে সকল দ্বীপ হবেই উদ্যোগী।
সাগর শুকিয়ে যাবে।