তুই ছাড়া আমি অন্ধ
তুই তো আমার যষ্টি।
বিপজ্জনক বিদ্যুতের ঝলকানি থাক-না
থাক-না তুমুল বৃষ্টি;
তুই থাকলে পথের দৈর্ঘ্য হ্রাস পায়
আঁকাবাঁকা পথ সরল হয়।
তুই ছাড়া মন নীরব বিহঙ্গ
মন খারাপের বিকেল বেলা
নিষ্ঠুর আঁধার কাঁধে চাপে
জড়িয়ে পড়ি চরম পাপে।
তুই থাকলে ঝঞ্ঝা আসুক
আসুক ঢেউয়ের পাহাড়,
নুলিয়ার ভরসা থাকুক
বিপদের হোক হার।
আমৃত্যু থাক-না পাশে
তুই মানবতা থাক বুকে।