শীত খুলছে নিজের রূপ ধীরে-
মনের বারান্দা ডাকছে আমায়
রোদ-রেণু মাখতে…
মাখতে মাখতে আকাঙ্ক্ষার ঘ্রাণ বলে
আরো চাই আরো চাই সুখ-রোদ সকল সময়।
এখন তো রোদ মাত্র ঘণ্টা দুই থাকে,
আমার মনের ঘরটাকে উল্লম্ব অক্ষের
চারদিকে ঘোরাতে যদি পারতাম
তাহলে আকাঙ্ক্ষা ফুলেফেঁপে যেত।
সুখের উষ্ণতা মেখে জীবনের বারান্দাটা
সারাদিন থাকত আরামে।
তুমি যদি আসতে জীবনে
তোমার ঐন্দ্রজালিক স্পর্শে
মনের ঘরটা অক্ষের চারদিকে ঘুরত।
রোদ-ছায়াতে সুখের অভাব হত না।
তুমি এলে কই?