তুমি বলেছিলে আসবে, আসবে গোপনে।
সেই কথা জানতে পারেনি নদীর তরঙ্গ
জানতে পারেনি বকুল গাছটা
জানতে পারেনি আকাশের মেঘ
জানতে পারেনি দখিনা বাতাস
জানতে পারেনি আম-পাড়া গ্রীষ্মের দুপুর।
বিশ্বাস করেছি তুমি আসবেই,
বিশ্বাস করেছি ভালোবাসবে।
এই বিশ্বাসে কাটছে সারাদিন
এই বিশ্বাসে কাটছে সারারাত।
এই বিশ্বাসের লম্বা অদৃশ্য কেতন
যদি তোমার নজরে পড়ে
তোমার মনটা যদি প্রেমাতুর হয়,
তখন হয়তো তুমি আসবে–
সূর্য-ওঠা দিন চাঁদ-ওঠা রাত
পাব আদপে দেখতে?