বুক শেলফে ব্যক্তিগত ডায়েরিটার
সব পাতা ভরে গেছে
আর পাতা খালি নেই।
কান পাতলেই দীর্ঘশ্বাস শোনা যায়।
প্রতিটি পাতায় আঁকা ছিল
টুকরো টুকরো ছবি স্বপ্নের।
আফশোস ছিল গোটা স্বপ্নটার ছবি
আঁকা হয়ে ওঠেনি।
একদিন প্রতিদিনের মতো
শেলফটা সাফ করছিলাম,
শুনতে পেলাম না সেই দীর্ঘশ্বাস।
সব পাতা তন্নতন্ন করে খুঁজলাম
সব আঁকা ছবি উধাও হঠাৎ।
মনের জানালা খুলে দেখি
উঠোনে নতুন স্বপ্নের সবুজ চারাগাছ
গজিয়ে উঠেছে, দৌড়ে গেলাম গোড়ায় জল ঢালতে।