ভাড়া বাড়ির দেয়াল আমি নিঃসঙ্গ বড়ই।
একাকিত্বের জীবন যেন কাটে না যে আর
এক পরিবার থাকে আজ আরেকটা কাল।
বৈচিত্র্যময় মানুষজন দেখেও আমার
বদল হল জীবনে কই? দাঁড়িয়ে নিঃসঙ্গ।
তাঁদের নানাবিধ পছন্দে আমি যে কাহিল-
বুকে আঘাত ঘুম আসে না বোঝে না যে তারা।
আমার সঙ্গে জাগতে থাকে টিকটিক ঘড়ি।
কত ঝগড়া কত–না প্রেম দেখেছে নয়ন,
আমার প্রেমে পড়ে না কেউ, ছিদ্র করে বুক।
আহত বুক নীরবে কাঁদে কেউ তো দেখে না,
ঘর সাজায় সানন্দে রয় আমি থাকি দুঃখে।
বিচিত্র সব মানুষ আসে তবু একাকিত্ব,
বিচিত্রতার মাঝে থেকেও নেই যে বৈচিত্র্য।