তোমার কথা বুঝতে বুঝতে
বাড়ে রাতের গভীরতা,
মনাকাশে তারার মতো
ফুটে ওঠে কিছু কথা।
কিছু কথার মানে ধরতে
কত–না ঢেউ সাগরে বয়,
বুদ্ধসম ধ্যান করেও
কিছুর অর্থ অধরা রয়।
তোমার কিছু মিষ্টি কথায়
সব ইন্দ্রিয় হয় জাগ্রত,
চিত্র থেকে স্পর্শ গন্ধ
শব্দ পেয়ে হই বিব্রত।
তোমার চোখের ভাষা পড়লে
আমি যেন হই গো ধন্য,
নতুন রূপের সন্ধান পেয়ে
বাঁচি আমি তোমার জন্য।
তোমার প্রেমে মজে দেখি
তোমার মুখটা সকল স্থানে,
তুমি আমার প্রাণের কাব্য
তুমি মলম ক্ষতস্থানে।