তুমি আমার প্রিয়

তুমি আমার প্রিয়

তুমি আমার প্রিয় কারণ
তোমার মনে বিশেষ দোর-
অটোমেটিক ব্যবস্থাতে
বেজায় খুশি আপনজন।

সেন্সরটা খুব সহজে
ধরতে পারে কুজন কারা,
দোর বন্ধ তাদের তরে
কড়া হাতেই নিয়ন্ত্রণ।

তুমি আমার প্রিয় কারণ
তোমার মনে বিশেষ সেতু-
সব বন্ধু আপনজন
চিনতে পারে অনায়াসেই।

যখন তারা সাঁকোয় চাপে
বরণ করা গানটা বাজে,
আদর করা আপ্যায়ন
সম্পর্ক টিকিয়ে রাখে।

মায়া-মমতা-ভালোবাসার
আবাস যেন তোমার মন-
ক্লোন করে তা বিলিয়ে দেব
গড়ে উঠুক শুদ্ধ ধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *