করোনা কালে বিরক্তি তাই তোমার নিকটে আসা,
চুম্বকের আকর্ষণে তোমার অথই জলে ভাসা।
হাবুডুবু খেতে খেতে কতবার আমি যে ভেবেছি-
আলাদা পথে চলেই যাব তবুও কি তা পেরেছি?
দূর দেশে পাড়ি দিতে ধরি নতুন দিকের রাস্তা,
ভেবেছিলাম থাকব সুখে দেব না তোমায় পাত্তা।
দূরে গিয়ে মনে পড়ে তোমার রূপের কারুকাজ,
পারি না ভুলতে কেন তোমার অলংকারের সাজ!
চলার রাস্তাটা ঘুরে-ফিরে পৌঁছোয় তোমার কাছে,
মনে হয় তোমার নিকটে এক চুম্বকই আছে।
নানাবিধ পথ নানান উদ্দেশে গেছি বহুবার,
ভুলভুলাইয়া পথটা দেখায় ঠিকানা তোমার।
সারাদিনের প্রেম তুমি যে – আমার কবিতা,
দিনরাত্রি তোমার সাথেই আলাপচারিতা।