প্রতিদিনের আলাপচারিতা
আমার বাঁচার রসদ,
তোমার কুশল বিনিময়ে
আমি যে শস্যশ্যামল।
তোমার চোখের ভাব-বিনিময়ে
নদীতে জোয়ার ভাটা,
আমার নদী তাইতো ছোটে
সাগরের অভিমুখে।
তোমার কলম মাটির খাতায়
লেখে আমার আখ্যান,
তোমার কুশল বিনিময়
ভোলায় শতেক শোক,
ভুলি নির্বান্ধব আমি, ভুলি
নিমেষে সকল দুঃখ।
সবান্ধবে যখন মাটির বুকে
নেমে আসো রাতে,
হাত বুলিয়ে দাও যে মুছে
আমার ব্যর্থতার গ্লানি।
নিশ্চিন্তে ঘুমাই আর স্বপ্ন
দেখি আগামী ভবিষ্যতের।
মানুষ যতই অসহিষ্ণু হোক
আমরা থাকব পাশে-
সচেতনতার বার্তা দেব,
আমি পৃথিবী তুমি আকাশ।