অজন্তা-ইলোরার স্থাপত্য শৈলী
বিষ্ণুপুরের টেরাকোটার কারুকাজ
শান্তিনিকেতনের শিল্পকলা
রাপ্তি নদীর ধারে শ্রাবস্তীর ভাস্কর্য
সন্ধান দেয়নি আসল শিল্পকলার।
দিশেহারা বিফল যখন তোমার মুখমণ্ডলে খুঁজে পাই শ্রেষ্ঠতম শিল্পকলা।
স্বপ্নের উৎস সন্ধানে ঘুরেছি কত
বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে দেশ-দেশান্তরে।
দিশেহারা বিফল যখন তোমার দর্শনে পাই সেই স্বপ্নের উৎস।
মন-সিক্ত-করা সঙ্গীতের খোঁজে কত সংগীতের পীঠস্থান গেছি, কত ওস্তাদের গান-না শুনেছি। যখন দিশেহারা বিফল তোমার বলা কথায় পেয়েছি সেই উৎস।
কালের স্রোতে যখন আশা–প্রেরণার ভেলা ডুবে গেছে, ঘুরেছি কত–না নদী সাগর পাহাড় তার উৎস খুঁজতে।
দিশেহারা বিফল যখন তখন তোমার হাসি খুঁজে দিয়েছে সেই আশা–প্রেরণার উৎস ।