কোন শিল্পী গড়েছে চোখ
গড়েছে তোর মুখ,
অপ্সরাও তাকিয়ে দেখে
পায় যে বড় দুখ।
সম্মোহিত আমি হারাই
বাকশক্তি পলে,
স্রোতস্বিনী থামায় গতি
অনড় নৌকো জলে।
অজন্তা ও ইলোরা আজ
তোর সমুখে নত,
পলক ফেলা হয় না আর
দৃষ্টি বাণে হত।
অবাক চোখে তাকিয়ে থেকে
কখন দিন কাটে,
জান লাগিয়ে কাজ করি না
রবি কখন পাটে।
সর্বনাশা শিল্প দেখে
কাজের গতি থামে,
প্রেমকাহিনী দেখতে চাঁদ
আকাশ থেকে নামে।