আমার আবাস আজ
বনভূমি- নিবিড় নির্জন,
স্নেহ–মায়া–মমতা বর্জিত
হিংস্র পশুরা করে গর্জন।
পরস্পর মারামারি হানাহানি
লেগেই আছে তাদের,
আমার সত্তা মন্দ সংস্পর্শে,
চোখে জ্বলে লোভের আগুন।
সেই আগুনের আঁচ
কাড়ছে সবুজ পাতা, নীরস করছে ভূমি।
শুধু তোমার প্রেম আনতে পারে
সেখানে এক প্রবহমান নদী।
সেই নদীর জলধারা আর
তোমার অনন্ত প্রেমধারা
ছড়াতে পারে আমার বুকে সবুজ রং,
পলকে পশুরা হবে নিরুদ্দেশ।