পুরোনো জামা পরে আরাম
তাই ফেলি না সহজে,
শুষে নিয়েছে দুঃখ–ঘাম
কষ্ট কম মগজে।
রুমালটার একই হাল
রাখি তাইতো পকেটে
শুষে নিয়েছে চোখের জল
চোখ হয়নি ঘোলাটে।
ঘামের তরে কষ্ট তাই
উদ্যমটা অশেষ,
বিষাদ শুষে রুমালটা যে
বন্ধু এক বিশেষ।
ঝোলানো জামা বহন করে
পথচিহ্ন হাজার,
ইতিহাসটা দেয় না দুখ
জীবন হয় মজার।
জামা রুমাল দুখ শোষণে
দক্ষতাটা শেখায়,
জীবন যেন এগোয় ধীরে
লক্ষ্য আছে যেথায়।