আকাশ যদি সোহাগ করতে
আসে নেমে পাহাড় চূড়োয়
অলক যদি আসে খেলতে
পাহাড়ের ওই পথের মাঝে,
তুমি কেন আসন ছেড়ে
আসো না গো ভালোবাসতে?
তুমি বললে পাহাড় হব
এক নিমেষে অনায়াসে,
তুমি বললে নদী হব
নাইতে এসো ভালোবেসে।
ভালোবাসলে নামাই যায় গো
আকাশ থেকে প্রেমিক বুকে–
জানো না কি তোমায় ছেড়ে
থাকি আমি কেমন সুখে!
ভালোবেসে আমি যদি
ছাড়তে পারি এত কিছু,
এবার না হয় একটু নামো
এসো না হয় আমার পিছু।
আকাশের চাঁদ হতেই পারো
দিতেই পারো জ্যোৎস্না রাত্রি,
আমি পাহাড় তুমি যে চাঁদ
আমরা প্রেমের পথের যাত্রী।