আর কত যুদ্ধ-লড়াই-বিবাদ
আর কত ক্ষমতার দম্ভ প্রদর্শন,
আর কত রক্তপাত খুনজখম ধর্ষণ
আর কত হবে নারী নির্যাতন
আর কত চেতনার অবক্ষয়?
দেখতে দেখতে দৃষ্টি কমজোরি
শুনতে শুনতে কানে বধিরতা,
আঘাত আঘাতে হাতে-কলমে কম্পন-
লিখতে অক্ষম তাই বিশেষ শব্দগুচ্ছ,
স্নায়ুরা দুর্বল তাই স্বরযন্ত্র বলতে পারে কই সেই শব্দগুচ্ছ?
আমার সবার মন আজ উৎকর্ণ সেই বিশেষ শব্দগুচ্ছ শুনতে,
দেহের প্রতিটি লোমকূপ, অঙ্গপ্রত্যঙ্গের শিরা-উপশিরা
আজ জেগে আছে সেই বিশেষ শব্দগুচ্ছ শুনতে,
সেটি হল ‘এই পৃথিবী কত সুন্দর’।
কবে দেখব, শুনব, লিখব, সমস্বরে বলব
‘এই পৃথিবী কত সুন্দর’?