তুমি সর্বশ্রেষ্ঠ প্রাণী-
তোমার ভাবনার ব্রেন রয়েছে
সংবেদনশীল হৃদয় রয়েছে,
বিজ্ঞান রয়েছে সাথে।
যেতে পারো মুহূর্তে দূরের দেশে
তুমি চাইলেই উড়তে পারো আকাশে
ভাসতে পারো বাতাসে
যেতে পারো চাঁদে
যেতে পারো সাগরের অতলে,
পাতালেও প্রবেশ করতে পারো।
বিভিন্ন বিষয়ে অবিরাম চর্চা
করেছে তোমাকে দক্ষ।
দক্ষতা দেখিয়েছ সাহিত্যে শিল্পকলায় বিজ্ঞানে,
কখনো ভূগোলে ইতিহাসে অঙ্কে।
তোমার বিজয়রথ পৌঁছে গেছে সর্বস্তরে।
তবু কেন যুদ্ধ লড়াই চলছে,
কাকে হারাবার জন্যে?
তবু কেন খুন রক্তপাত-
তোমার উদ্দেশ্য কোন অভিমুখে?
ধর্ষণের ঘটনা ঘটছে কেন?
বিকৃত মানসিকতাকে প্রশ্রয় দিচ্ছ?
তুমি এতে নিজে নিজেকে পরাজিত করছ।
জিততে যদি চাও তুমি
মানবিক হওয়ার প্রতিষ্ঠান গড়ে তোলো-
চেতনার চর্চা হোক বেশি করে।
মন্দ কিছু ঘটবে না।
জয় আসবেই একদিন।