পাশে যদি থাকো তুমি
কেন পটু কাজে?
তোমার বলা কথায়
মনোবীণা বাজে।
কেন যে তোমার ছোঁয়া
শিহরণ তোলে,
চোখের দৃষ্টিতে সব
কেন যাই ভুলে?
তোমাকে দেখলে কেন
বাড়ে হার্টবিট,
মরা গাঙে বান আসে
তুমি কালপ্রিট?
ভ্রমর বসলে ফুলে
ভ্রম করে বসি-
তোমার দু-চোখ দেখি
কাকে আজ দুষি?
তোমার কৃষ্ণবর্ণের
চুলে আঁকা ঢেউ,
দৃষ্টিটা পিছলে যেতে
দেখেছ কি কেউ?
লাল গোলাপ তোমার
ঠোঁটে কেন রাখা?
এই আবহ আমার
বাড়ায় আকাঙ্খা।
তার আগে খেয়ে যায়
কিস সমীরণ,
বোঝো না তুমি আমার
জীবনমরণ?