বয়সের ভারে বাঁকা শিরদাঁড়া
ঝরা বকুলের গন্ধ শুঁকি,
বকুল গাছের তলায় বসলে
প্রেমময় স্মৃতি মারে উঁকি।
বয়সের ভারে বাঁকা দেহ তবু
বসি পরিত্যক্ত নদীঘাটে,
পাশে বসে স্মৃতি শিহরিত দেহ
গোধূলি অরুণ যায় পাটে।
যে–চেনা সাঁকোয় পরিচয় হল
নিকটে গেলে সে ডাকে বুঝি,
হারালে কোথায় কোন ধরা কোণে
ঘুরে ঘুরে তোমায় আজও খুঁজি।
অভিমানের রুমাল ধরে
ছুঁড়লে অভিযোগের বান,
হঠাৎ গেলে কোন দেশেতে
ত্যাগ করে এই অভিযান।
তাইতো এখন অভিমুখ
আমি বদল করেছি,
স্মৃতির চেয়ারে হেলান দিয়ে
কবিতা লিখতে বসেছি।