পৃথিবী জুড়ে একটা নিম্নচাপ সৃষ্টি হোক
আসুক প্রবল ঘূর্ণিঝড়-
তছনছ করে দিক অযত্নে গজিয়ে ওঠা
সব বেড়া সব ঘর মনের ভেতর।
ভেঙে যাক বেড়া অবাধে ঢুকুক স্নেহ–দয়া–মায়া,
সমূলে নিশ্চিহ্ন হোক অবাঞ্ছিত হিংসা–ঘৃণা–দ্বেষের আস্তানা।
প্রবল বর্ষণ হোক সিক্ত হোক মৃত্তিকার নীরস শরীর,
ভালবাসায় উর্বর হোক মনের পৃথিবী।
এমন উর্বর হোক শুষ্ক মরুতে থাক মরুদ্যানের আধিপত্য,
কঠিন পাহাড় গলে হোক ঝরনার জল,
গজিয়ে উঠুক সবুজ বনভূমি আর সবুজ জনপদ।
সকলের হৃদয় ভরুক ফুল আর ফলে ।