স্বপ্নেরা চিঠি পাঠায়
আকাশের ডাকঘরে,
কী বার্তা বহন করে
জানব কেমন করে।
মন-পাখি উড়ে যায়
খোঁজ নিতেই দুবেলা,
ডাকবাক্সের চাবিটা
মেঘ নিয়ে করে খেলা।
মেঘ তুই খেলিস না
দিয়ে দে-না চাবিখানা,
চিঠিগুলো না পেলেই
বিফল জীবনখানা।
দূরে থাকা ডাকবাক্সে
কী-এমন স্বপ্ন ভরা
না দেখলে উচাটন
আমার ধরায় খরা।
এবার তো পাখিটাকে
দিয়ে দে–না স্বপ্ন সব,
পৃথিবীতে আনা হোক
করুক ফল প্রসব।